দুই হেলিকপ্টারের সংঘর্ষে ১৩ ফরাসি সেনার মৃত্যু
২৬ নভেম্বর ২০১৯ ১৭:১৪ | আপডেট: ২৬ নভেম্বর ২০১৯ ১৭:২১
আফ্রিকার দেশ মালিতে জিহাদিদের বিরুদ্ধে অভিযান চলাকালে দুটি ফরাসি হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। এতে ১৩ সেনার প্রাণহানি ঘটে। ফ্রান্সের প্রেসিডেন্ট অফিস এ তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসির।
সোমবারের (২৫ নভেম্বর) এই দুর্ঘটনা গত কয়েক দশকের মধ্যে ফরাসি সেনাবাহিনীর জন্য সবচেয়ে বেশি মর্মান্তিক। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁখো হেলিকপ্টার দুর্ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করেছেন।
কি কারণে এমনটি ঘটল, তা জানতে তদন্ত শুরু হয়েছে।
মালিতে ইসলামি জঙ্গিদের নির্মূল করতে ২০১৩ সালে হাজার হাজার সেনা পাঠায় ফ্রান্স। মালির সেনাবাহিনী ফ্রান্সের সহায়তায় অনেক এলাকা জঙ্গিমুক্ত করলেও সেখানে এখনো জঙ্গিদের তৎপরতা ও সহিংসতা অব্যাহত রয়েছে।
মালি, মৌরতানিয়া, নাইজার বুরকিনা ফাসো ও চাদে জঙ্গিদের মোকাবিলায় প্রায় ৪ হাজার ৫০০ ফরাসি সেনা কাজ করছে।