Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এলজিইডি’র সাবেক প্রকৌশলীর ৬১ লাখ টাকার অবৈধ সম্পদ!


২৬ নভেম্বর ২০১৯ ১৭:০০

বগুড়া: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) সাবেক প্রধান প্রকৌশলী মো. আনিছুর রহমান সরদারের (৫৫) বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিনুল ইসলাম বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় অভিযোগ আনা হয়েছে, রংপুর এলজিইডি‘র নির্বাহী প্রকৌশলী হিসেবে অবসর নেন মো. আনিছুর রহমান সরদার। চাকরি জীবনে তিনি অবৈধ উপায়ে ৬১ লাখ ৫৮ হাজার ৫২৭ টাকার সম্পদ অর্জন করেছেন।

আমিনুল ইসলাম জানান, বগুড়া ও রংপুরে কর্মরত অবস্থায় আনিছুর রহমান সরদার অসাধু উপায়ে ৬১ লাখ ৫৮ হাজার ৫২৭ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেন। তার স্ত্রী আইরিন পারভীনের নামেও আয় বহির্ভূত বিপুল পরিমাণ সম্পদের সন্ধান পাওয়া গেছে। তার স্ত্রী মারা যাওয়ায় মামলা করা যাচ্ছে না।

এর আগে ২০০৮ সালের ২৩ জুন আনিছুর রহমান সরদার দুদকের তার সম্পদের বিবরণ জমা দেন। সেখানে তিনি ৭ লাখ ১২ হাজার ২৪৭ টাকার স্থাবর সম্পদ অর্জনের তথ্য গোপন করেন। দুর্নীতির অভিযোগ ওঠায় সে সময় তাকে জোরপূর্বক অবসর দেওয়া হয়।

আনিছুর রহমানের বাড়ি নওগাঁর সদর উপজেলার ভীমপুর পানিসাইল গ্রামে। তার বাবা মৃত তাজিম উদ্দিন সরদার।

এলজিইডি দুর্নীতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর