Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাইরেক্ট অ্যাকশনে যেতে হবে: নোমান


২৬ নভেম্বর ২০১৯ ১৬:৩৯ | আপডেট: ২৬ নভেম্বর ২০১৯ ১৭:৩২

ঢাকা: গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে আমাদের ডাইরেক্ট অ্যাকশনে যেতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স হলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক সংহতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘প্রথম বাংলাদেশ বলতে বলতে যিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন আর শেষ বাংলাদেশ বলতে বলতে যিনি চট্টগ্রামে শাহাদাৎবরণ করেছেন, তিনি জিয়াউর রহমান। অপরদিকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে গিয়ে কারাগারে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগুচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে আমাদের লড়াই করতে হবে। নতুন করে আজকে আমাদের শপথ নিতে হবে, সাহস সঞ্চয় করে সামনে এগোতে হবে।’

বিএনপির এ নেতা আরও বলেন, ‘১৯৭১ সালে আন্দোলন হয়েছিল। জঙ্গিশাহীকে যেভাবে পরাজিত করেছি, রক্ত দিয়েছি, মা বোন ইজ্জত দিয়েছে। সেই পরিস্থিতি আবার সৃষ্টি হয়েছে। রক্তের ফিনকি দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আমাদের ডাইরেক্ট অ্যাকশনে যেতে হবে।’

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি মো. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘বিচারপতিরা পুরোপুরি সাহস হারিয়ে ফেলেছে। আমাদের সবাইকে রাজপথে হাজির হতে হবে। হাইকোর্টকে আমরা বলতে চাই, সত্যিকার ন্যায়বিচার করেন মানবতা দেখান।’

সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ বক্তব্য রাখেন।

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা টপ নিউজ নোমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর