Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কবি রবিউল হুসাইনের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক


২৬ নভেম্বর ২০১৯ ১৫:২০ | আপডেট: ২৬ নভেম্বর ২০১৯ ১৫:৩২

একুশে পদকপ্রাপ্ত কবি ও স্থপতি রবিউল হুসাইন এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) আলাদা শোকবার্তায় এই দুঃখ প্রকাশ করেন তারা।

রাষ্ট্রপতি মরহুম রবিউল হুসাইনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

কবি ও স্থপতি রবিউল হুসাইন আর নেই

শোকবার্তায় শেখ হাসিনা বলেন, ‘দেশ ও জাতি একজন বহুমুখী গুণের অধিকারী দেশপ্রেমিক বরেণ্য ব্যক্তিকে হারালো। তিনি একাধারে স্থপতি, কবি, শিল্প-সমালোচক, ছোটগল্পকার, প্রাবন্ধিক ও সংস্কৃতিকর্মী ছিলেন। পেশা স্থাপত্যশিল্প হলেও তাঁর সম্পৃক্ততা ছিল বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে। মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন সংরক্ষক রবিউল হুসাইন স্বীয় কর্মের মাধ্যমে চিরস্মরণীয় হয়ে থাকবেন।’

প্রধানমন্ত্রী তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সারাবাংলা/এনআর/এসএমএন

কবি ও স্থপতি রবিউল হুসাইন টপ নিউজ রবিউল হুসাইন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর