আলবেনিয়ায় ৬.৪ মাত্রার ভূমিকম্প, অন্তত ছয় জনের মৃত্যু
২৬ নভেম্বর ২০১৯ ১৪:৫৩
আলবেনিয়ায় আঘাত হেনেছে ৬.৪ মাত্রার ভূমিকম্প। মঙ্গলবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় সকালে ওই ভূমিকম্পে অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩২৫ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানিয়েছে সিএনএন।
যুক্তরাষ্ট্রভিত্তিক ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ওই ভুমিকম্পের উৎপত্তিস্থল রাজধানী তিরানা থেকে ১৩ মাইল দূরবর্তী বন্দর নগরী ডুরেসে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ২০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের আলোড়ন সৃষ্টি হয়।
আলবেনিয়ার পুলিশের পক্ষ থেকে সিএনএনের সহযোগী এটু এজেন্সিকে জানানো হয়েছে, ভূমিকম্পে ভয় পেয়ে একটি ভবনের ব্যালকনি থেকে ঝাঁপিয়ে পড়ে একজনের মৃত্যু হয়। আলবেনিয়ার পশ্চিমাঞ্চলীয় গ্রাম থুমেনে মারা গেছেন তিনজন। আরও দুইজনের মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
উদ্ভূত পরিস্থিতিতে ডুরেস, লেজেহ এবং তিরানা শহরের স্কুলগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখতে বলেছে কর্তৃপক্ষ।