মহারাষ্ট্র সংকট সমাধানে বুধবার ‘ফ্লোর টেস্ট’
২৬ নভেম্বর ২০১৯ ১১:৪৫ | আপডেট: ২৬ নভেম্বর ২০১৯ ১৪:২৫
ভারতের মহারাষ্ট্রে বিদ্যমান রাজনৈতিক সংকট সমাধানে শিবসেনা, এনসিপি, কংগ্রেস ত্রিদলীয় রাজনৈতিক জোটের পক্ষ থেকে দায়ের করা পিটিশনের প্রেক্ষিতে মঙ্গলবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে রায় ঘোষণা করেছে ভারতের সুপ্রিম কোর্ট। বিচারপতি এনভি রমনা, অশোক ভূষণ এবং সঞ্জীব খান্নার মিলিত বেঞ্চ আদেশ দিয়েছে, প্রকৃত সংখ্যাগরিষ্ঠতা সংসদে পরীক্ষার জন্য বুধবার বিকেল ৫টার মধ্যে (২৭ নভেম্বর) ‘ফ্লোর টেস্ট’ আয়োজন করতে হবে। খবর ব্লুমবার্গ।
আদালতে সোমবারের (২৫ নভেম্বর) শুনানিতে নবগঠিত ত্রিদলীয় জোট (কংগ্রেস-এনসিপি-শিবসেনা) বিকাশ আঘাদির আইনজীবী কপিল সিবাল বলেছেন, তাদের জোটের পক্ষ থেকে ১৬২ জন এমএলএর একটি এফিডেফিটকৃত কপি আদালতে দাখিল করা হয়েছে, যদি বিজেপির সংখ্যাগরিষ্ঠতা থাকে তাহলে তারা যেন ২৪ ঘন্টার মধ্যে এর পক্ষে প্রমাণ দাখিল করে।
আরও পড়ুন- মহারাষ্ট্র সরকার নিয়ে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ, মঙ্গলবার রায়
আরও পড়ুন- নয়া রাজনৈতিক জোট ‘মহারাষ্ট্র বিকাশ আঘাদি’র আত্মপ্রকাশ
এদিকে, অজিত পাওয়ারের পক্ষ থেকে আদালতে দাঁড়ানো আইনজীবী মনিন্দর সিং শুনানিতে বলেন, নিয়ম মেনেই দেবেন্দ্র ফড়নবীশকে সরকার গঠনে আমন্ত্রণ জানিয়েছিলেন গভর্নর।
উভয়পক্ষের শুনানির পর আদালত মহারাষ্ট্রের ক্ষমতাসীন দলকে ২৪ ঘন্টার সময় বেঁধে দিয়েছিল। সেই সময়ের পর আজ বিজেপি প্রয়োজনীয় নথি উপস্থাপন করতে ব্যর্থ হওয়ার পর আদালত বুধবার (২৭ নভেম্বর) স্থানীয় সময় বিকাল ৫টায় ফ্লোর টেস্টের নির্দেশনা দিয়েছে। ফ্লোর টেস্ট উন্মুক্ত পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং বিভিন্ন প্রচারমাধ্যমে সরাসরি সম্প্রচার করতে হবে।
আদালতের এমন নির্দেশনার ভিত্তিতে শিবসেনা, এনসিপি, কংগ্রেসের সম্মিলিত মহারাষ্ট্র বিকাশ আঘাদি জোটের প্রাথমিক জয় হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
আরও পড়ুন- মহারাষ্ট্রে ‘পাওয়ার’ প্লে
এনসিপি কংগ্রেস ফ্লোর টেস্ট বিজেপি ভারত মহারাষ্ট্র শিবসেনা সুপ্রিম কোর্ট