Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোর্সকে পিটিয়ে হত্যা, ৩ জন গ্রেফতার


২৬ নভেম্বর ২০১৯ ১১:২২

ঢাকা: রাজধানীর খিলগাঁও সিপাহীবাগ এলাকায় মুরাদ (৩২) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে পুলিশের সোর্সের কাজ করতো বলে জানা গেছে। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৬ নভেম্বর) দিবাগত সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাকে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ভোর ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করে।

মৃত মুরাদ মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার মৃত আনোয়ার হোসেনের ছেলে। বর্তমানে খিলগাঁও ম্যারাদিয়া জামতলা এলাকায় ভাড়া থাকে।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, মৃত মুরাদ পুলিশের সোর্সের কাজ করতো। কয়েক দিন আগে এলাকার মিন্টু (৩০), মিলন (২৭), সোহেল (২৮) কে ধরিয়ে দেয়। এর পরিপ্রেক্ষিতে গতকাল তিনজন তাকে বাসা থেকে ডেকে নিয়ে সিপাহীবাগ আইসক্রিম ফ্যাক্টরী গলিতে নিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে। পরে আহত অবস্থায় বাসায় ছিল। ভোর ৪টার দিকে অবস্থার অবনতি হলে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, রাতেই অভিযান চালিয়ে তিনজনকে আটকের পর তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য সকালে ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর