Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু


২৬ নভেম্বর ২০১৯ ১১:৪৫

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১২জন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের পূর্ব সদরদী এলাকায়  এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে কেবল বাস চালকের পরিচয় পাওয়া গেছে। তার নাম সিরাজুল ইসলাম (৫৫)। তিনি মাদারীপুর জেলার সদর উপজেলার বাসিন্দা।

ভাঙ্গা ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার সজিবুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মাদারীপুরগামী চন্দ্রা পরিবহনের একটি বাসের সঙ্গে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। পরে গুরুতর আহতদের হাসপাতালে নেয়ার সময় আরো একজনের মৃত্যু হয়। তিনি জানান, এ ঘটনায় আহত ১২ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে।

টপ নিউজ মৃত্যু সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর