Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯ কোটি টাকা আত্মসাৎ, সিভিল সার্জনসহ ৭ জনের বিরুদ্ধে মামলা


২৫ নভেম্বর ২০১৯ ১৩:৫০ | আপডেট: ২৫ নভেম্বর ২০১৯ ১৫:৪৩

ঢাকা: হাসপাতালের যন্ত্রপাতি ক্রয়ের নামে ৯ কোটি ১৫ লাখ ৩০ হাজার ৪২৫ টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামের সাবেক সিভিল সার্জন ডা. সরফরাজ খান চৌধুরীসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সিভিল সার্জন ছাড়া মামলার অন্য আসামিরা হলেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. মো. আব্দুর রব, সিনিয়র কনসালটেন্ট ডা. বিজন কুমান নাথ, জুনিয়র কনসালটেন্ট ডা. মো. মঈন উদ্দীন মজুমদার। আর ঠিকাদার বেঙ্গল সাইন্টেফিক অ্যান্ড সার্জিক্যাল কোম্পানির প্রোপাইটর মো. জাহের উদ্দীন সরকার, মেসার্স আহম্মদ এন্টারপ্রাইজের প্রোপাইটর মুন্সি ফারুক হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আফতাব আহমেদ।

বিজ্ঞাপন

সোমবার (২৫ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক বাদী হয়ে চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন। মামলা নম্বর ৪৬।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিরা যোগসাজশ করে বার্ষিক ক্রয়-পরিকল্পনা ছাড়াই বেশি দামে ভারি যন্ত্রপাতি কিনেছেন। এর মাধ্যমে সরকারের ৯ কেটি ১৫ লাখ ৩০ হাজার ৪২৫ টাকা আত্মসাৎ করা হয়েছে।

অপরাধ টপ নিউজ দুর্নীতি দুর্নীতি দমন কমিশন মামলা সিভিল সার্জন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর