Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খেলতে খেলতে পানিতে পড়ে শিশুর মৃত্যু


২৫ নভেম্বর ২০১৯ ১৪:১৯ | আপডেট: ২৫ নভেম্বর ২০১৯ ১৬:৫৬

সাতক্ষীরা: সাতক্ষীরার তালায় পুকুরের পানিতে ডুবে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) সকালে তালার ইসলামকাটি ইউনিয়নের ঘোনা গ্রামে এ ঘটনাটি ঘটে।

শিশুটির নাম মরিয়ম খাতুন। সে ঘোনা গ্রামের শেখ ইমান হোসেনের মেয়ে।

শিশুটির চাচা আজগর হোসেন সাংবাদিকদের বলেন, মরিয়ম সকালে বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় বাড়ির পাশে একটি পুকুরে অসাবধানবশত সে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেদেহী রাসেল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এসএমএন

পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর