Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পেঁয়াজ ইস্যুতে ১০ ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ


২৫ নভেম্বর ২০১৯ ১৩:০৫ | আপডেট: ২৫ নভেম্বর ২০১৯ ১৪:১৮

ঢাকা: পেঁয়াজের দাম বাড়ায় দেশের শীর্ষ ৪৭ আমদানিকারকের মধ্যে ১০ জনকে জিজ্ঞাসাবাদ করছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

সোমবার ( ২৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে তাদেরকে শুল্ক গোয়েন্দার ঊর্ধ্বতন কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করছেন বলে জানা গেছে।

শুল্ক গোয়েন্দা সূত্র জানিয়েছে, আমদানিকারক প্রতিষ্ঠান টি এম এন্টার প্রাইজ, বি এইচ ট্রেডিং অ্যান্ড কোম্পানি, জগদীশ চন্দ্র রায়, মেসার্স সাজ্জাদ এন্টারপ্রাইজ, একতা শস্য ভাণ্ডার, মেসার্স সুমাইয়া এন্টারপ্রাইজ, মেসার্স দীপা এন্টারপ্রাইজ, আরএম এগ্রো, পল মোহাম্মদ ট্রেডার্স ও নূর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারীকে জিজ্ঞাসাবাদ করা হয়।

এ সব প্রতিষ্ঠানের গত ৩ মাসে আমদানি ও বিক্রি সংক্রান্ত যাবতীয় তথ্যের বিষয়ে শুল্ক গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করছেন। পর্যায়ক্রমে অন্য ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে।

টপ নিউজ পেঁয়াজ পেঁয়াজের দাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর