খিলক্ষেতে ‘বন্দুকযুদ্ধে’ একজনের মৃত্যু
২৫ নভেম্বর ২০১৯ ১২:২০ | আপডেট: ২৫ নভেম্বর ২০১৯ ১৩:৫২
ঢাকা: রাজধানীর খিলক্ষেতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মিজানুর রহমান মিন্টু ওরফে মেঘা মিন্টু (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন। র্যাবের দাবি- নিহত ব্যক্তি অস্ত্র ও মাদক বিক্রেতা।
র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান জানান, সোমবার দিনগত রাত ১টার দিকে বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে।
র্যাবের এই কর্মকর্তা জানান, স্বদেশ প্রপার্টিজ এলাকায় র্যাব অভিযান চালাচ্ছিল। র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাব আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। একপর্যায়ে র্যাব সদস্যরা একজনকে পড়ে থাকতে দেখেন। পরে তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
র্যাব জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি ওয়ানশুটার গান, দুটি শর্টগান, ১০টি কার্তুজ ও ৯০০ পিস ইয়াবা, দেড় হাজার টাকা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। অভিযানে র্যাবের এক সদস্য আহত হয়েছেন।
নিহত মিন্টুর গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জে। তার বিরুদ্ধে হত্যা, মাদক ও মারামারিসহ ১৩ মামলা রয়েছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।