সন্ধ্যা ৬টা পর্যন্ত গাবতলী এলাকায় গ্যাস থাকবে না
২৫ নভেম্বর ২০১৯ ১১:২৯ | আপডেট: ২৫ নভেম্বর ২০১৯ ১৩:২৪
ঢাকা: রাজধানীর গাবতলী ও আশেপাশের এলাকায় সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া মিরপুর ও আশেপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ।
সোমবার সকাল থেকে গাবতলী পশুর হাট এলাকায় ক্ষতিগ্রস্ত পাইপ লাইন মেরামত করার জন্য গ্যাস সরবরাহ বিঘ্নিত হবে।
তিতাস গ্যাস সঞ্চালন ওৃ বিতরণ কোম্পানি লিমিটেড সূত্রে জানা গেছে, তুরাগ নদের পূর্ব পাড় থেকে গাবতলী পশুর হাট, দিয়াবাড়ি ও আশপাশের এলাকায় শিল্পকারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান, সিএনজি স্টেশনগুলোয় এ সময়ে গ্যাস একেবারেই থাকবে না। আবাসিক ভবনগুলোয়ও গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ রাখা হবে। আর মাজার রোড, মিরপুর ১ নম্বরসহ আশপাশের এলাকার অনেক এলাকায় গ্যাস থাকলেও তা হবে স্বল্পচাপের।
তিতাস সূত্র জানায়, গাবতলী পশুর হাট এলাকাসহ আশপাশের বড় অঞ্চলজুড়ে গ্যাস পাইপলাইনে অসংখ্য ছিদ্র সৃষ্টি হয়েছে। ছিদ্রগুলো মেরামত করা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই সোমবার দিনভর এ সব পাইপলাইন সংস্কার করবে তিতাস।