তাজরীনে নিহতদের প্রতি শ্রদ্ধা, দায়ীদের বিচারের দাবি
২৪ নভেম্বর ২০১৯ ১৯:২৫ | আপডেট: ২৪ নভেম্বর ২০১৯ ১৯:৩৪
ঢাকা: আশুলিয়ার পোশাক কারখানা তাজরীন ফ্যাশনসে সাত বছর আগের অগ্নিকাণ্ডে নিহতদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে একাধিক শ্রমিক সংগঠন। একইসঙ্গে ওই অগ্নিকাণ্ডের পর হতাহতের ঘটনায় দায়ী ব্যক্তিদের বিচারের দাবিতে মানববন্ধন ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ নভেম্বর) সকালে জুরাইন কবরস্থানে নিহতদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে শ্রমিক নিরাপত্তা ফোরাম (এসএনএফ) ও বাংলাদেশ ইনস্টিটিউব অব লেবার স্টাডিজ (বিলস)। এদিন জাতীয় প্রেস ক্লাবের সামনে বিলসের উদ্যোগে এক মানববন্ধনও অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন- তাজরীন অগ্নিকাণ্ড: সাক্ষী আসে না তাই ঝুলে গেছে বিচার
সকালে জুরাইন কবরস্থানে ফুল দিয়ে নিহতদের শ্রদ্ধা জানায় এসএনএফ। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠনটি। সমাবেশে বক্তারা তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে দায়ী ব্যাক্তিদের দ্রুত বিচারের দাবি জানান। একইসঙ্গে হতাহতদের আন্তর্জাতিক মান অনুযায়ী ক্ষতিপূরণ ও আহতদের দীর্ঘমেয়াদি চিকিৎসারও দাবি জানান তারা।
এছাড়া প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক নির্বিশেষে সব শ্রমিককে শ্রম আইনের আওতায় আনা, ক্ষতিপূরণের জাতীয় মানদণ্ড তৈরি করা, পেশাগত রোগে আক্রান্ত ও দুর্ঘটনায় আহত শ্রমিকের চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা এবং হাসপাতালগুলোতে বিশেষ ইউনিট স্থাপনের দাবিও জানানো হয় সমাবেশ থেকে।
এদিকে, বাংলাদেশ ইনস্টিটিউব অব লেবার স্টাডিজের (বিলস) উদ্যোগেও জুরাইন কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে সংগঠনটি জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন থেকে এই সংগঠনটিও অভিন্ন দাবি জানায়।
এসব কর্মসূচিতে শ্রমিক নিরাপত্তা ফোরামের আহ্বায়ক ড. হামিদা হোসেন, বিলসের উপদেষ্টা পরিষদ সদস্য ও শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) যুগ্ম সমন্বয়কারী মেসবাহউদ্দিন আহমেদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা, শ্রমিক নিরাপত্তা ফোরামের ভারপ্রাপ্ত সদস্য সচিব সেকান্দার আলি মিনা, বিলসের নির্বাহী পরিষদ সদস্য কুতুবউদ্দিন আহমেদ, বাংলাদেশ অ্যাপারেলস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি তৌহিদুর রহমান, বাংলাদেশ বিপ্লবী গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি সালাউদ্দিনসহ আরও অনেকেই অংশ নেন।