আমরা ধর্মঘট-অবরোধ ডাকিনি: শাজাহান খান
২৪ নভেম্বর ২০১৯ ১৮:৪৫ | আপডেট: ২৫ নভেম্বর ২০১৯ ০৮:৪৭
ঢাকা: সড়ক পরিবহন আইনে সংশোধন চেয়ে দেশজুড়ে চলা পরিবহন শ্রমিকদের কর্মবিরতির মধ্যে শ্রমিক নেতা ও সংসদ সদস্য শাজাহান খান বলেছেন, শ্রমিকদের পক্ষ থেকে কোনো আন্দোলনের ডাক দেওয়া হয়নি। এমনকি সড়ক পরিবহন আইনে যে শাস্তির বিধান রয়েছে তাতেও তাদের কোনো আপত্তি নেই।
রোববার (২৪ নভেম্বর) দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত সড়ক নিরাপত্তা সংক্রান্ত টাস্কফোর্স কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শাজাহান খান বলেন, গণমাধ্যম বলছে এখনো যান চলাচল স্বাভাবিক হয়নি। প্রথম বাস্তবতা হলো, লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঘাটতি রয়েছে। তারা লাইসেন্স দিতে পারছে না। এখন যে ভুয়া লাইসেন্স ড্রাইভারদের কাছে আছে, সেই লাইসেন্স নিয়ে যদি গাড়ি চালায় তাহলে তাদের জরিমানা হবে। এ কারণে একজন ড্রাইভার স্বাভাবিকভাবে গাড়ি চালাতে পারছে না। অনেক গাড়ির ফিটনেস না থাকায় সেই গাড়িগুলো চালাতে পারছে না। এ কারণে রাস্তায় গাড়ির সংখ্যা কম, এটা বাস্তবতা।
তিনি বলেন, একজন ড্রাইভার মাসে কত টাকা আয় করে? তার যে সীমিত আয়, সেটা দিয়ে তার সংসার পরিচালনা করে। মাসে ১৫ দিনের বেশি কিন্তু সে গাড়ি চালাতে পারে না, এ জন্য ১৫ দিনের আয় দিয়ে তাকে ১ মাস সংসার চালাতে হয়। শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে কিছু দাবির কথা সরকারকে বলা হয়েছে। একজন ড্রাইভার যদি একটি এক্সিডেন্ট করে, দীর্ঘদিন গাড়ি চালাতে না পারে। এভাবে যদি সারাদেশে এক বছরে ৩ থেকে ৪ হাজার এক্সিডেন্ট হয় তাহলে ৩ থেকে ৪ হাজার ড্রাইভারের ঘাটতি পড়ে যাচ্ছে। কোনো চালক যদি দুর্ঘটনা ঘটায়, বিচার প্রক্রিয়ায় যদি সে অপরাধী বিবেচিত হয়, আমাদের দাবি থাকবে তাকে যেন জামিন দেওয়া হয়। তাহলে অন্তত ড্রাইভারের ঘাটতি থাকবে না।
আরও পড়ুন: সড়কে শৃঙ্খলা ফেরাতে আরও চার সাব কমিটি