জয়পুরহাটে ইউপি সদস্যসহ ৪ মাদক বিক্রেতা আটক
২৪ নভেম্বর ২০১৯ ১৬:১৯ | আপডেট: ২৪ নভেম্বর ২০১৯ ১৬:২৭
জয়পুরহাট: জয়পুরহাটে ইউনিয়ন পরিষদ সদস্যসহ চার মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। রোববার (২৪ নভেম্বর) সকালে আক্কেলপুর উপজেলার বারইল এলাকা থেকে ২০ লিটার চোলাই মদসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন, আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন পরিষদ সদস্য ও বারইল নয়াপাড়া গ্রামের মৃত মিলু মণ্ডলের ছেলে মোসলেম উদ্দিন (৪২), গুডুম্বা গ্রামের দিলো মণ্ডলের ছেলে রবিউল ইসলাম(৪০), গোপীনাথপুর পূর্ব পাড়ার মৃত সাহের আলীর ছেলে নাছিমুজ্জামান (২৯) ও মৃত সৈয়দ আলীর ছেলে সালাউদ্দিন(৪৭)।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ এ ব্যাপারে সারাবাংলাকে জানান, আটকরা দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় চোলাই মদ বিক্রি করে আসছিলেন। বারইল এলাকায়মদ বিক্রি হচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালিয়ে ২০লিটার চোলাই মদসহ তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আক্কেলপুর থানায় একাধিক মাদক মামলা রয়েছে।