Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪১তম বিসিএসের প্রজ্ঞাপন আসছে


২৪ নভেম্বর ২০১৯ ১৫:৫৫

ঢাকা: চলতি সপ্তাহেই ৪১তম বিসিএসের প্রজ্ঞাপন প্রকাশ করতে পারে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। এ জন্য রোববার (২৪ নভেম্বর) পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিকের নেতৃত্বে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। তবে সেখানে নেওয়া সিদ্ধান্তের ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।

সভায় উপস্থিত পিএসসির দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, ৪১তম বিসিএস নিয়ে আলোচনা ও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ ব্যাপারে এখনই কিছু বলা যাবে না। পিএসসি অফিসিয়ালি সবাইকে জানাবে।

বিজ্ঞাপন

পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বলেন, ‘শিগগিরই ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। পিএসসির ওয়েবসাইটে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে। এর বেশি কিছু আপাতত বলা যাচ্ছে না।’

তবে শনিবার (২৩ নভেম্বর) একটি গণমাধ্যমকে মোহাম্মদ সাদিক বলেছেন, এ সপ্তাহের মধ্যেই ৪১তম বিসিএস-এর প্রজ্ঞাপন প্রকাশ হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চাহিদার পরিপ্রেক্ষিতে ৪১তম বিসিএসে সবচেয়ে বেশি শিক্ষা ক্যাডারে ৯১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে বিসিএস শিক্ষাতে ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বিভাগে ১০ জন প্রভাষক নেওয়া হবে। শিক্ষার পরে বেশি নিয়োগ হবে প্রশাসন ক্যাডারে। প্রশাসনে ৩২৩ জনকে নিয়োগ দেওয়া হবে। এছাড়া পুলিশে ১০০জন, বিসিএস স্বাস্থ্যতে সহকারী সার্জন ১১০ জন ও ৩০ জন সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে।

এর বাইরে পররাষ্ট্রে ২৫ জন, আনসারে ২৩ জন, অর্থ মন্ত্রণালয়ে সহকারী মহা হিসাবরক্ষক (নিরীক্ষা ও হিসাব) ২৫ জন, সহকারী কর কমিশনার (কর) ৬০ জন, সহকারী কমিশনার (শুল্ক ও আবগারি) ২৩ জন ও সহকারী নিবন্ধক পদে ৮ জনকে নেওয়া হবে।

বিজ্ঞাপন

এছাড়া পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে পরিসংখ্যান কর্মকর্তা ১২ জন, রেলপথ মন্ত্রণালয়ে সহকারী যন্ত্র প্রকৌশলী ৪ জন, সহকারী ট্রাফিক সুপারিনটেনডেন্ট একজন, সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রক একজন, সহকারী প্রকৌশলী (সিভিল) ২০ জন ও সহকারী প্রকৌশলী (যন্ত্র) পদে ৩ জনকে নেওয়া হবে।

তথ্য মন্ত্রণালয়ে সহকারী পরিচালক বা তথ্য কর্মকর্তা বা গবেষণা কর্মকর্তা ২২ জন, সহকারী পরিচালক ১১ জন, সহকারী বার্তা নিয়ন্ত্রক ৫ জন, সহকারী বেতার প্রকৌশলী ৯ জন, স্থানীয় সরকার বিভাগে বিসিএস জনস্বাস্থ্য প্রকৌশলে সহকারী প্রকৌশলী ৩৬ জন এবং সহকারী বন সংরক্ষক পদে ২০ জনকে নিয়োগ দেওয়া হবে।

এদিকে সহকারী পোস্ট মাস্টার জেনারেল পদে ২ জন, বিসিএস মৎস্যতে ১৫ জন, পশুসম্পদে ৭৬ জন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ১৮৩ জন ও বৈজ্ঞানিক কর্মকর্তা ৬ জন এবং বিসিএস বাণিজ্যে ৪ জন সহকারী নিয়ন্ত্রক নেওয়া হবে।

এছাড়া পরিবার পরিকল্পনা কর্মকর্তা ৪ জন, বিসিএস খাদ্যে সহকারী খাদ্য নিয়ন্ত্রক ৬ জন ও সহকারী রক্ষণ প্রকৌশলী ২ জন, বিসিএস গণপূর্তে সহকারী প্রকৌশলী ৩৬ জন ও সহকারী প্রকৌশলী ১৫ জনসহ মোট ২ হাজার ১৩৫ জন কর্মকর্তাকে এই নিয়োগ দেওয়া হবে।

৪১তম বিসিএস টপ নিউজ পিএসসি

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর