যুবলীগের নতুন চেয়ারম্যান ক্লিন ইমেজের: কাদের
২৪ নভেম্বর ২০১৯ ১৫:৪৩ | আপডেট: ২৪ নভেম্বর ২০১৯ ১৭:১৩
ঢাকা: যুবলীগের সদ্য নির্বাচিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ক্লিন ইমেজের (পরিচ্ছন্ন ভাবমূর্তি) ব্যক্তি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আশা করেন, পরশ যুবলীগের উজ্জ্বল ভাবমূর্তি ফিরিয়ে আনার জন্য কাজ করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদানকৃত বিআরটিসি’র ৯টি বাস দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হস্তান্তর-কালে এ কথা বলেন কাদের। রোববার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর বিআরটিসি মতিঝিল বাস ডিপো থেকে বাসগুলো হস্তান্তর করা হয়।
সম্প্রতি হয়ে যাওয়া যুবলীগের কংগ্রেস প্রসঙ্গে এ সময় কাদের বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুবলীগের ক্লিন ইমেজের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। যিনি নির্বাচিত হয়েছেন তিনি একজন অ্যাকাডেমিশিয়ান এবং শিক্ষিত। আমরা আশা করি যুবলীগের উজ্জ্বল ভাবমূর্তি ফিরিয়ে আনার জন্য তিনি কাজ করে যাবেন।
আওয়ামী লীগে অনুপ্রবেশকারীদের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর কাছে যে তালিকা ছিল। সেগুলো বিভাগীয় নেতাদের হাতে তুলে দেওয়া হয়েছে। অনুপ্রবেশকারীদের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তালিকায় থাকা কোনো নেতা অনুপ্রবেশকারী হিসেবে প্রমাণ হলে আওয়ামী লীগ থেকে তাকে বিতাড়িত করা হবে।
অনুদানকৃত বাস প্রসঙ্গে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি অনুযায়ী এ বাসগুলো দেওয়া হলো। বিআরটিসি একটি অলাভজনক জনসেবা-বান্ধব রাষ্ট্রীয় পরিবহন। লাভের দিকে গুরুত্ব না দিয়ে আমরা জনগণের সেবার ওপরে গুরুত্ব দিয়ে থাকি।
নতুন গাড়ি পাওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উদ্দেশে তিনি বলেন, নতুন এই গাড়িগুলো অবহেলায় যেন নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। ছাত্র-ছাত্রীরাও যেন গাড়ির কোন ক্ষয়-ক্ষতি না করে, সে বিষয়েও শিক্ষকরা তাদের নির্দেশনা দেবেন।
প্রসঙ্গত, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে স্থায়ীভাবে বিআরটিসির বাসগুলো দেওয়া হয়েছে সেগুলো হলো, খুলনা সরকারি মহিলা কলেজ, শামসুল খান স্কুল এন্ড কলেজ, সরকারি তিতুমীর কলেজ, বান্দরবান সরকারি মহিলা কলেজ, বান্দরবান সরকারি কলেজ, টাঙ্গাইলের কুমুদিনী সরকারি কলেজ, ইডেন মহিলা কলেজ ও মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
এরমধ্যে ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১টি শিক্ষা প্রতিষ্ঠানে বিআরটিসি’র ২টি বাস এবং ৭ শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটিকে ১টি করে বাস হস্তান্তর করা হয়। বাসগুলো ভারত থেকে আমদানি করা।