Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কেমিক্যাল টেস্টিং ইউনিট’ স্থাপনের বিষয়ে ব্যাখ্যা চান হাইকোর্ট


২৪ নভেম্বর ২০১৯ ১৫:৪৪

ঢাকা: বিদেশ থেকে আমদানি করা ফলে কেমিক্যাল আছে কি না তা পরীক্ষার জন্য স্থল বন্দরগুলোতে ‘কেমিক্যাল টেস্টিং ইউনিট’ স্থাপন না করায় জাতীয় রাজস্ব বোর্ডের ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট।

আগামী ৫ ডিসেম্বর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

রোববার (২৪ নভেম্বর ) বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাশার। বিএসটিআইয়ের পক্ষে ছিলেন আইনজীবী সরকার এমআর হাসান।

গত ২৩ জুন স্থল বন্দরগুলো দিয়ে যাতে কেমিক্যাল মিশ্রিত ফল দেশে প্রবেশ করতে না পারে সেজন্য দুই মাসের মধ্যে সরকারকে বন্দরগুলোতে কেমিক্যাল টেস্টিং ইউনিট স্থাপন করতে বলেন।

এ আদেশ বাস্তবায়ন না হওয়ার বিষয়টি আদালতের নজরে আনা হলে আদালত এনবিআরের কাছে ব্যাখ্যা তলব করেন।

 

এনবিআর কেমিক্যাল টপ নিউজ স্থাপন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর