‘যুবলীগের নতুন কমিটি যুবসমাজের ভ্যানগার্ড হিসেবে কাজ করবে’
২৪ নভেম্বর ২০১৯ ১৫:১৮ | আপডেট: ২৪ নভেম্বর ২০১৯ ১৫:১৯
ঢাকা: যুবলীগের নতুন কমিটি দেশের যুবসমাজের ভ্যানগার্ড হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। যুবলীগকে নিয়ে যে প্রশ্ন দেখা দিয়েছিল তা নতুন কমিটির মাধ্যমে দূর হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।
রোববার (২৪ নভেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী আরও বলেন, ‘যুবলীগ যিনি প্রতিষ্ঠা করেছিলেন, তার সন্তানের হাতেই এই কমিটির চেয়ারম্যানের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। নতুন চেয়ারম্যান অত্যন্ত শিক্ষিত ও মার্জিত এবং উজ্জ্বল ভাবমূর্তির অধিকারী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স করেছেন এরপর যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন।’ দেশের যুবসমাজ একজন শিক্ষিত নেতা পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, ‘যুবলীগের সাধারণ সম্পাদক হিসাবে যাকে দেওয়া হয়েছে তিনিও উজ্জ্বল ভাবমূর্তির অধিকারী। তাকে নিয়েও প্রশ্ন নেই। তাদের নেতৃত্বে যুবলীগ যুবসমাজের ভ্যানগার্ড হিসাবে নিজেদের গড়ে তুলতে পারবে।’
যুবলীগের নতুন কমিটির মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো বার্তা দিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আওয়ামী লীগের কয়েকটি অঙ্গ সংগঠনের সম্মেলন হয়েছে। সেখানে যাদের নেতৃত্বে দেওয়া হয়েছে তারা স্বচ্ছ ভাবমূর্তির সৎ মানুষ। এর মাধ্যমে রাজনীতিকে যারা কলুষিত করতে চায় এবং রাজনীতিতে দুর্বৃত্তায়নের যে প্রক্রিয়া জিয়াউর রহমান শুরু করেছিলেন এবং খালেদা ও এরশাদ দ্বারা ষোলকলা পূর্ণ হয়েছিলো সেই চক্র থেকে রাজনীতিকে বের করে এনেছেন প্রধানমন্ত্রী।’
এসময় বিএনপির আন্দোলন কর্মসূচী নিয়ে প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘দলটি অতীতে জনগণকে জিম্মি করার রাজনীতি করেছে। জনগণকে জিম্মি করার রাজনীতি অনুসরণ করার কারণে তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে।’
এর আগে ওমানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন তথ্যমন্ত্রী। সে প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, ‘রোহিঙ্গা সমস্যা সমাধানে একযোগে কাজ করার বিষয়ে ওমানের রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে। কক্সবাজারে রোহিঙ্গাদের জন্য তারা একটি ভিলেজ করছে। সেখানে ১৬০০ পরিবারের জন্য সকল ব্যবস্থা করছে ওমান।’
উল্লেখ্য, শনিবার (২৩ নভেম্বর) যুবলীগের ৭ম জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের নতুন নেতৃত্ব নির্ধারণ করা হয়। যুবলীগের চেয়ারম্যান হিসেবে শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক হিসেবে মাইনুল হোসেন খান নিখিলকে আগামী তিন বছরের জন্য সংগঠনটির দায়িত্ব দেওয়া হয়।
যুবলীগের চেয়্যারম্যান শেখ পরশ, সম্পাদক নিখিল