কুমিল্লার দেবীদ্বার থানার ৩ পুলিশ কর্মকর্তাকে দুদকে তলব
২৪ নভেম্বর ২০১৯ ১৪:৫৯
ঢাকা: মাদক ব্যবসার মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কুমিল্লা দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত মিজানুর রহমান, সাব ইন্সপেক্টর সোহেল ও আশিককে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২৪ নভেম্বর) দুদকের উপ পরিচালক আবু বক্কর সিদ্দিক স্বাক্ষরিত এক চিঠিতে তাদেরকে আগামী ২৭শে নভেম্বর জিজ্ঞাসাবাদের জন্য দুদকে হাজির থাকতে বলা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, তাদের বিরুদ্ধে মাদক ব্যবসা করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। আর সেই অভিযোগের ভিত্তিতে তাদেরকে আগামী ২৭ নভেম্বর জিজ্ঞাসাবাদের জন্য দুদক কার্যালয়ে হাজির থাকতে বলা হয়েছে।
উল্লেখ্য, এর আগে পুলিশের ডিআইজি মিজানুর রহমানের বিরদ্ধে দুর্নীতির অনুসন্ধানে নামে দুদক। এরপর তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণও পাই কমিশন। অবশেষে তার বিরুদ্ধে মামলা করে দুদক।