Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এফবিসিসিআই’র জরুরি বৈঠক শুরু: উপস্থিত ২ মন্ত্রী, ২ সচিব


২৪ নভেম্বর ২০১৯ ১৪:০১ | আপডেট: ২৪ নভেম্বর ২০১৯ ১৬:১৭

ঢাকা: চাল, ডাল, তেল ও পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, মজুত পরিস্থিতি ও বাজারজাত নিয়ে জরুরি বৈঠকে বসেছে সরকারের চার মন্ত্রণালয়।

রোববার (২৪ নভেম্বর) দুপুর ১ টায় রাজধানীর মতিঝিলে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) কার্যালয়ে সংগঠনের সভাপতি শেখ ফজলে ফাহিমের সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়।

বৈঠকে উপস্থিত আছেন এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, শিল্প সচিব আব্দুল হালিম, খাদ্য সচিব শাহাবুদ্দিন আহমেদ। এছাড়াও বৈঠকে সারাদেশ থেকে আসা নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিকারক ব্যবসায়ী প্রতিনিধিরাও রয়েছেন।

এই বৈঠকে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক বৈঠকে উপস্থিত থাকার কথা থাকলেও তারা শেষ পর্যন্ত বৈঠকে উপস্থিত হননি। তাদের পক্ষে মন্ত্রণালয়ের দুই সচিব বৈঠকে অংশ নিয়েছেন।

পরে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের ব্রিফ করা হবে বলে জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম।

এফবিসিসিআই চার মন্ত্রণালয় টপ নিউজ মন্ত্রণালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর