Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁদপুরে এতিমখানার ছাদ ধসে ৪৩ শিক্ষার্থী আহত


২৪ নভেম্বর ২০১৯ ১১:৪৬ | আপডেট: ২৪ নভেম্বর ২০১৯ ১৪:৫৯

চাঁদপুর: চাঁদপুরের মতলব উপজেলায় একটি এতিমখানার ছাদ ধসে অন্তত ৫০ শিক্ষার্থী আহত হয়েছে। শনিবার (২৪ নভেম্বর) রাত ১০টার দিকে উত্তর ফরাজীকান্দি আল আমিন এতিমখানায় এই ঘটনা ঘটে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, ফরাজীকান্দি আল আমিন এতিমখানার ছাত্ররা আসন্ন বিজয় দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণের জন্য নিজেদের মধ্যে সভা করছিলো। এসময় হঠাৎ তিনতলা বিশিষ্ট ভবনের দ্বিতীয় তলার বর্ধিত পশ্চিম অংশের বারান্দার ছাদের অংশ ধসে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য, উপজেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকাজ শুরু করেন।

বিজ্ঞাপন

আহতদের মধ্যে ২৬ জনকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ১৭ জনকে মতলব উত্তর স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্যে কয়েকজনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্যে পাঠানো হয়েছে।

এতিমখানা চাঁদপুর মাদরাসা