Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই ভবঘুরের মৃতদেহ উদ্ধার


২৩ নভেম্বর ২০১৯ ২১:১৪

ঢাকা: রাজধানীর শাহবাগ থানার পৃথক দুই জায়গা থেকে অজ্ঞাত পরিচয় দুই ভবঘুরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এদের একজন পুরুষ (৬০), অন্যজন নারী (৪৫)।

শাহবাগ থানার উপ পরিদর্শক(এসআই) জসিম উদ্দিন জানান, শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হাইকোর্ট মাজার এলাকা থেকে অজ্ঞাত পরিচয় পুরুষের মৃতদেহ উদ্ধার করা হয়। তার পরনে লুঙ্গি পরা ছিল। তিনি ওই এলাকার ভবঘুরে ছিলেন বলে জানা গেছে।

শাহবাগ থানার উপ পরিদর্শক(এসআই) আশরাফুল আলম বলেন, বকশিবাজার মোড় থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। তার পরনে ছিল ছেঁড়া কাপড়। বয়স আনুমানিক ৪৫ বছর।

মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ঢাকা মেডিকেল ঢামেক পুলিশ ভবঘুরে শাহবাগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর