Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব সফল করার আহ্বান শেখ পরশের


২৩ নভেম্বর ২০১৯ ১৮:৪৯ | আপডেট: ২৩ নভেম্বর ২০১৯ ১৯:৫৭

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭৪ সালের দ্বিতীয় বিপ্লব কর্মসূচিকে শেখ হাসিনার নেতৃত্বে সফল করতে যুব সমাজের প্রতি আহ্বান জানালেন আওয়ামী যুবলীগের নবনির্বাচিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার ফলে তাঁর দ্বিতীয় বিপ্লব কর্মসূচি সম্পন্ন হয়নি। বর্তমানে তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স কর্মসূচিকে বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লবের একটি কর্মসূচি হিসেবে নিয়েছেন। যুবলীগের সব কর্মীদের নিয়ে এই কর্মসূচিকে সফল করার জন্য কাজ করব।

বিজ্ঞাপন

শনিবার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যুবলীগের ৭ম কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চেয়ারম্যান হিসেবে তার নাম ঘোষণা করেন। এর পর সাংবাদিকদের সামনে অনুভূতি প্রকাশ করতে গিয়ে পরশ এই কথা বলেন।

যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মনির বড় ছেলে পরশ বলেন, ‘আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ বলেছিলেন যে, আওয়ামী লীগ শহীদের রক্ত দিয়ে তৈরি একটি অনুভূতির নাম। আমি একজন শহীদের সন্তান। রাজনীতি আমার ও ভাই শেখ ফজলে নূর তাপসের কাছ থেকে বলতে গেলে সবকিছুই নিয়েছে।’

১৫ আগস্ট পাঁচ বছর বয়সে নিজের মা-বাবাসহ বঙ্গবন্ধু পরিবারের নিহতদের স্মরণ করেন পরশ। এ বিষয়ে শেখ মনির ছেলে পরশ বলেন, ‘আমি রাজনীতি থেকে অনেক দূরে ছিলাম। কারণ, যে মানুষ এই জাতির জন্য এত ত্যাগ স্বীকার করেছে, তাকে যখন নির্মমভাবে হত্যা করতে পারল, আশাহত হওয়াটাই স্বাভাবিক। তারপরও বঙ্গবন্ধুর ত্যাগ এবং বঙ্গবন্ধু কন্যার দেশের প্রতি উদার ভালোবাসা দেখে আমি সাহস পাই। তাই আমি আপনাদের বলতে চাই, আমার ওপর যে দায়িত্ব দেওয়া হচ্ছে তা সততার সঙ্গে পালন করব। যুবলীগের সভাপতি হিসাবে নয়, একজন কর্মী হিসাবে আপনাদের পাশে থেকে কাজ করব।’

বিজ্ঞাপন

যুবলীগের নতুন চেয়ারম্যান বলেন, ‘আপনারা আমার শক্তি হবেন। আমার বাবা শেখ ফজলুল হক মনি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শের পক্ষে যুব সমাজকে ঐক্যবদ্ধ রাখার জন্য এই সংগঠন করেছিলেন। স্বাধীনতার পর পর যে দেশি-বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছিল তা প্রতিহত করার জন্যই এই সংগঠন কাজ করছে। বঙ্গবন্ধু ১৯৭৪ সালে দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়েছিলেন। কিন্তু ১৫ আগস্টের ষড়যন্ত্রের কারণে সেই বিপ্লব সম্পূর্ণ হয় নাই। আমিসহ যুবলীগের সব কর্মীদের একটাই দায়িত্ব- এই কর্মসূচি সফল করার জন্য কাজ করব।’

শেখ পরশ বলেন, ‘বাংলাদেশের সাধারণ মানুষ বঙ্গবন্ধু কন্যার ওপর আস্থাশীল। তারা দেখেছেন, তিনি কীভাবে গত দশ বছরে দেশকে আর্থ-সামাজিকভাবে দাঁড় করিয়েছেন। তারা দেখেন, তিনি কীভাবে এদেশের জন্য অক্লান্ত পরিশ্রম করেন। আমাদের দায়িত্ব হচ্ছে, আমরা যেন কর্মের মাধ্যমে বিশ্বাস ও আস্থার এই বন্ধনকে আরও সুদৃঢ় করতে পারি।’

তিনি আরও বলেন, ‘আমাদের এখন থেকে একটাই পরিচয়, আমরা সবাই বঙ্গবন্ধু কন্যার সাধারণ কর্মী।’

যুব সমাজকে নোংরা রাজনীতির পরিমণ্ডল থেকে বের করে এনে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’র পতাকাতলে নিয়ে এসে দেশের উন্নয়নে কাজ করার জন্য প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

টপ নিউজ দ্বিতীয় বিপ্লব বঙ্গবন্ধু শেখ পরশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর