দ্বিতীয় ব্রেক্সিট ভোটে নিরপেক্ষ থাকবেন করবিন
২৩ নভেম্বর ২০১৯ ১৭:৩০ | আপডেট: ২৩ নভেম্বর ২০১৯ ১৭:৩৪
২০১৬ সালের ২৩ জুন হয়েছিল ব্রেক্সিট নিয়ে গণভোট। যুক্তরাজ্য কীভাবে ইউইরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাবে তা এখনো সুরাহা হয়নি। ব্রেক্সিট চুক্তির পথ খুঁজতে প্রধানমন্ত্রী বরিস জনসন ডাক দিয়েছেন আগাম নির্বাচনের। লেবার নেতা জেরেমি করবিন জানিয়েছেন, ইইউ থেকে বেরিয়ে যাওয়ার উপায় খুঁজতে যদি আবারও ব্রেক্সিট নিয়ে গণভোট হয়। তবে তিনি সে ব্যাপারে নিরপেক্ষ থাকবেন।
শনিবার (২৩ নভেম্বর) সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য দেওয়া হয়েছে। দেশকে ঐক্যবদ্ধ করা ও জনগণের সিদ্ধান্তকে বাস্তবায়িত করতেই এমন সিদ্ধান্ত বলে মন্তব্য করবিনের।
ব্রেক্সিট নিয়ে দ্বিতীয় গণভোটের কথা উল্লেখ করে করবিন বলেন, আমি যদি প্রধানমন্ত্রী হই তবে নিরপেক্ষ অবস্থান নেব। যাতে অন্তহীন বিতর্কে না গিয়ে আমি বিশ্বাসযোগ্যভাবে সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারি।
তবে নিরপেক্ষ থেকে করবিন কীভাবে চুক্তি বাস্তবায়ন করবেন এ নিয়ে সংশয় জানিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন।
আগামী ১২ ডিসেম্বর যুক্তরাজ্যে অনুষ্ঠিত হচ্ছে সাধারণ নির্বাচন। নির্বাচনে লড়ছেন কনজারভেটিভ নেতা বরিস জনসন ও লেবারের জেরেমি করবিন।