Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেসবুক হয়ত হিটলারকেও বিজ্ঞাপন দিতে দিত!


২৩ নভেম্বর ২০১৯ ১৬:১৭ | আপডেট: ২৪ নভেম্বর ২০১৯ ১০:২৭

সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক বিজ্ঞাপন ও নির্বাচনি প্রচার নিয়ে বিভিন্ন দেশে চলছে বিতর্ক। অভিযোগ রয়েছে, ভোটারদের প্রভাবিত করতে ভুল ও মিথ্যা তথ্য ফেসবুক, টুইটার, ইউটিউবে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে ব্রিটিশ কমেডিয়ান ব্যারন কোহেন জানিয়েছেন, ১৯৩০ সালে যদি ফেসবুকের অস্তিত্ব থাকত, তাহলে কোম্পানিটি নাকি হিটলারের ইহুদি বিদ্বেষের বিজ্ঞাপনও প্রচার করত।

শনিবার (২৩ নভেম্বর) সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত বিতর্কের মুখে টুইটার সিদ্ধান্ত নিয়েছে তারা কোনো রাজনৈতিক বিজ্ঞাপন প্রচার করবে না। তবে উল্টোপথে হেঁটেছে ফেসবুক। কোনো রাজনৈতিক ব্যক্তি ভুল বা মিথ্যা বিজ্ঞাপন দিলেও ফেসবুক এ ব্যাপারে বাধ্যবাধকতা তৈরি করবে না বলে জানিয়েছে। ডিসেম্বরে যুক্তরাজ্যের নির্বাচনকে ঘিরে এ ধরনের ঘোষণা ফেসবুককে সমালোচনার মধ্যে ফেলেছে।

ব্যারন কোহেন ফেসবুকের উদ্দেশে বলেন, যদি আপনি তাদের অর্থ দেন আপনি যেকোনো ধরনের রাজনৈতিক প্রচার চালাতে পারবেন। যদি তা মিথ্যাও হয়। টার্গেট অডিয়েন্সকে সেগুলো পৌঁছে দেওয়া ও প্রভাব ফেলাও সম্ভব।

তিনি বলেন, এই যুক্তিতে যদি ১৯৩০ সালের দিকে ফেসবুক থাকত। তাহলে তা হিটলারকে সুযোগ দিত ৩০ সেকেন্ডের একটি ইহুদিবিরোধী বিজ্ঞাপন প্রচারের।

সামাজিক যোগাযোগমাধ্যমগুলো যেভাবে ঘৃণা ছড়াচ্ছে তা মৌলিকভাবে চিন্তার আহ্বানও জানান ব্যারন।

ফেসবুক দাবি করছে ব্যারন কোহেন তাদের নীতিমালা ভুলভাবে প্রচার করছে। কোম্পানিটি বিবৃতিতে জানায়, যারা ঘৃণা-সহিংসতা করে ও যারা এসব সমর্থন করে, আমরা তাদের বিতাড়িত করি।

বিজ্ঞাপন

ফেসবুক মার্ক জাকারবার্গ হিটলার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর