Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুবলীগের ৭ম কংগ্রেস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


২৩ নভেম্বর ২০১৯ ১১:২৩ | আপডেট: ২৩ নভেম্বর ২০১৯ ১৬:০৮

ঢাকা: ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সপ্তম কংগ্রেসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। শনিবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে কংগ্রেসের উদ্বোধন করেন সংগঠনটির সাংগঠনিক নেত্রী শেখ হাসিনা।

এর আগে সোহরাওয়ার্দী উদ্যানে কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। শেখ হাসিনাকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেন যুবলীগ নেতারা।

বিজ্ঞাপন

কংগ্রেসে সভাপতিত্ব করছেন জাতীয় কংগ্রেস প্রস্তুতির আহ্বায়ক ও প্রেসিডিয়াম সদস্য চয়ন ইসলাম। সভায় সঞ্চালনা করছেন সদস্য সচিব ও সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ ।

এদিকে, শনিবার সকাল থেকেই দলীয় নেতাকর্মীরা মিছিলসহকারে সম্মেলনস্থলে যোগ দিতে শুরু করেন। সভাস্থলে সারাদেশের ৭৭টি সাংগঠনিক জেলা থেকে আগত সংগঠনটির কাউন্সিলর, ডেলিগেটসহ নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন। এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত হয়েছেন।

কংগ্রেসের প্রথম অধিবেশন শেষে বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দ্বিতীয় অধিবেশনে যুবলীগের কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব নির্বাচন করা হবে।

টপ নিউজ যুবলীগ শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর