Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুবলীগের কংগ্রেসে উপস্থিত ২ ভাতিজাসহ শেখ সেলিম


২৩ নভেম্বর ২০১৯ ১০:৫৫ | আপডেট: ২৩ নভেম্বর ২০১৯ ১১:১৯

ঢাকা: যুবলীগের ৭ম কংগ্রেস ঘিরে সোহরাওয়ার্দীতে আসছেন আমন্ত্রিত অতিথিরা। শনিবার (২৩ নভেম্বর) ১০টা ২০ মিনিটের দিকে দুই ভাতিজাকে নিয়ে সম্মেলনস্থলে উপস্থিত হন যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ছোট ভাই আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

শেখ সেলিমের দুই ভাতিজা হলেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস ও তার বড় ভাই শেখ ফজলে শামস পরশ। এ সময় শেখ সেলিমের ছোট ছেলে শেখ নাঈম উপস্থিত ছিলেন। শেখ সেলিমসহ অন্যরা মঞ্চের সামনের আমন্ত্রিত অতিথিদের আসনে বসলেও শেখ পরশ মূল মঞ্চে বসেন। তার আগে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যুবলীগ নেতাদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, শেখ সেলিমের দুই ছেলে শেখ ফজলে ফাহিম ও শেখ নাঈম যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য হলেও শেখ মনির দুই ছেলে তাপস ও পরশ যুবলীগের কমিটিতে ছিলেন না।

টপ নিউজ যুবলীগের কংগ্রেস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর