গ্রেটা থুনবার্গ কি টাইম ট্রাভেলার?
২৩ নভেম্বর ২০১৯ ১০:০৩ | আপডেট: ২৩ নভেম্বর ২০১৯ ১০:২৪
১৬ বছর বয়সী সুইডিশ পরিবেশবাদী ‘গ্রেটা থুনবার্গ কি একজন টাইম ট্রাভেলার? জলবায়ু পরিবর্তনের হাত থেকে মানবজাতিকে রক্ষার জন্য ভবিষ্যৎ থেকে তাকে পৃথিবীকে পাঠানো হয়েছে।’ টুইটারে ১৮৯৮ সালের একটি ছবি পোস্ট করে এমন মন্তব্য করেছেন একজন।
কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ছবিটি ঘোরাফেরা করছে। ১২১ বছর আগের ওই ছবিটিতে দেখা যাচ্ছে কানাডার উত্তরাঞ্চলের একটি স্বর্ণখনির কূপের পাশে কাজ করছে তিন শিশু-কিশোর। তাদের একজনের চেহারা হুবহু গ্রেটা থুনবার্গের মতো।
সম্প্রতিকালে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওয়াশিংটন-এর আর্কাইভ থেকে ছবিটি উদ্ধার করা হয়। ছবিতে সবার সামনের মেয়েটির মুখের আকৃতি, চুনের বেণী ও চোখ পুরোপুরি গ্রেটার মতো।
জ্যাক স্ট্রেঞ্জ নামের ওই ব্যক্তি টুইটারে আরও লিখেছেন, ‘যারা বলছেন, সে যদি ভবিষ্যতের কেউ হয়ে থাকে তাহলে অতীতে কিভাবে গেল?’ অবশ্যই ট্রাইম ট্রাভেলার হিসেবে এর আগে ১৮৯৮ সালে জলবায়ু পরিবর্তনের জন্য কাজ করতে চেয়েছিলেন, সেটা সম্ভব না হওয়ায় আবার এখন এই সময়ে ফিরে এসেছেন।’