Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কা, মাদরাসা ছাত্রীর মৃত্যু


২২ নভেম্বর ২০১৯ ২১:৪৫ | আপডেট: ২২ নভেম্বর ২০১৯ ২১:৪৬

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের মীরসরাই উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক মাদরাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। সড়কে দাঁড়িয়ে থাকা বাসকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে পুলিশ ।

শুক্রবার (২২ নভেম্বর) সকালে মীরসরাই উপজেলার নিজামপুর এলাকায় রেদোয়ান পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটেছে।

মৃত সানজিদা আক্তার রাফি (১৪) মিরসরাই উপজেরার দক্ষিণ নুরিয়া নগরের নুরুচ্ছফার মেয়ে। তিনি স্থানীয় নুরিয়া সিদ্দিকিয়া ক্যাডেট মাদরাসার  সপ্তম শ্রেণীর ছাত্রী ছিলেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ জানান, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে সানজিদাকে গুরুতর আহত অবস্থায় চমেকে নেওয়া হয়। এসময়  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনদের বরাত দিয়ে নায়েক হামিদ সারাবাংলাকে বলেন, ‘সকাল ১০টার দিকে রাস্তায় দাঁড়িয়ে যাত্রী নামানোর সময় ঢাকামুখী বাসটিকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এসময় বাসের ভেতরে ছিটকে পড়ে সানজিদা গুরুতর আহত হন।’

দুর্ঘটনার পর বাস ও ট্রাক আটক করা হলেও চালক ও সহকারীরা পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

চমেক ছাত্রী টপ নিউজ মৃত্যু

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর