Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভ্রমণের জন্য নিরাপদ যেসব দেশ


২২ নভেম্বর ২০১৯ ১৮:৪০

ঘটনাবহুল ২০১৯ সাল শেষ হচ্ছে। ২০২০ সাল নিয়ে অনেকের রয়েছে বিস্তর পরিকল্পনা। কেউ কেউ হয়ত তালিকা করছেন কোন কোন দেশ ঘুরতে যাবেন। সব দেশ তো আর ভ্রমণপিপাসুদের জন্য নিরাপদ নয়।

ইন্টারন্যাশনাল এসওএস আগামী বছর ভ্রমণের জন্য নিরাপদ দেশগুলোর তালিকা প্রকাশ করেছে। এক্ষেত্রে বিবেচনায় আনা হয়েছে চিকিৎসাসেবা, ভ্রমণে নিরাপত্তা, রাজনৈতিক পরিস্থিতি ইত্যাদি।

শীর্ষ নিরাপদ দেশগুলো স্ক্যান্ডেনেভিয়া অঞ্চলের। এগুলো হলো, ডেনমার্ক, ফিনল্যান্ড, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, স্লোভেনিয়া, লুক্সেমবার্গ, সুইজারল্যান্ড।

বিপরীতে ভ্রমণের জন্য সবচেয়ে অনিরাপদ দেশগুলো, আফগানিস্তান, মধ্য আফ্রিান প্রজাতন্ত্র, সোমালিয়া ও সিরিয়া।

এছাড়া মধ্যম-ঝুঁকিতে রয়েছে মেক্সিকো, কলম্বিয়ার মতো দেশগুলো। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, চীনকে চিহ্নিত করা হয়েছে কম ঝুঁকিপূর্ণ হিসেবে।

ইন্টারন্যাশনাল এসওএস বিবৃতিতে জানায়, যেকোনো দেশ ভ্রমণের আগে পর্যাপ্ত গবেষণা ও জানাশোনা রাখা উচিত ভ্রমণকারীদের।

খবর সিএনএনের।

নিরাপদ দেশ ভ্রমণ

বিজ্ঞাপন

আজিমপুরে শায়িত প্রবীর মিত্র
৬ জানুয়ারি ২০২৫ ১৮:২৬

আরো

সম্পর্কিত খবর