Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সিগঞ্জে বরযাত্রীবাহী মাইক্রো ও বাসের সংঘর্ষে ৯ জনের মৃত্যু


২২ নভেম্বর ২০১৯ ১৫:০৪ | আপডেট: ২২ নভেম্বর ২০১৯ ১৮:৪৯

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া মহাসড়কে বরযাত্রীবাহী মাইক্রোবাস ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ১০ জন।

শুক্রবার (২২ নভেম্বর) বেলা ২টার দিকে শ্রীনগর উপজেলার ষোলঘর বাসস্ট্যান্ডে ঢাকাগামী মাইক্রোবাসের সঙ্গে স্বাধীন পরিবহনের এ দুর্ঘটনা ঘটে।

মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপার জায়েদুল আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় মাইক্রোবাসের চালকসহ ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৬ জন ঘটনাস্থলে, ২ জন ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে ও ১ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। গুরুতর আহত আছেন আরও ২জন।

জায়েদুল আলম আরও বলেন, লৌহজং উপজেলা থেকে মাইক্রোবাসটি ঢাকা অভিমুখে যাচ্ছিল। মাইক্রোবাসের সবাই ছিল বরযাত্রী। তবে, তারা সবাই একই পরিবারের ছিল কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

মুন্সিগঞ্জ সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর