Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সবজি বেশি দামও বেশি


২২ নভেম্বর ২০১৯ ১৪:২৬ | আপডেট: ২২ নভেম্বর ২০১৯ ১৪:২৭

ঢাকা: শীতের টাটকা সবজিতে বাজার ছেয়ে গেছে। তাই সবাই বেশি বেশি সবজি খেতে চাইলেও তা আর পারছেন না। কারণ লোভ জাগানো বেশির সবজিরই দাম বেশি। বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি, সিমের দাম বেশি। বিক্রেতারা বলছেন, ঘূর্ণিঝড় বুলবুল ও পরিবহন বন্ধ থাকার প্রভাবেই সবজির দাম বেড়েছে। শুক্রবার (২২ নভেম্বর) কারওয়ানবাজারসহ কয়েকটি বাজার ঘুরে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে৷

শুক্রবার কারওয়ানবাজারে যেমন সাইজই হোক না কেন ফুলকপি ও বাঁধাকপি বিক্রি হচ্ছে ৫০ টাকা পিস হিসেবে।সিম ৬০ টাকা, ঢেরশ ৬০ টাকা, কড়লা ৭০ টাকা, টমেটো ১০০ টাকা, বরবটি ৮০ টাকা, বেগুন ৬০ টাকা ও শশা ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বাজারে নতুন ওঠা পাতাযুক্ত পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজিতে। কিছুদিন আগেও অধিকাংশ সবজি কেনা গেছে ৬০ টাকায়, শুক্রবার সেসব সবজির কোন কোনটি ৮০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা যায়।

বিজ্ঞাপন

কারওয়ানবাজারের সবজি বিক্রেতা মাহবুব সারাবাংলাকে বলেন, ট্রাক বন্ধ থাকার প্রভাবে বাজারে কোনো কোনো সবজির দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়েছে।

মোরশেদ আলম নামের আরেক সবজি বিক্রেতা বলেন, বাজারে সবজির দাম আগে থেকেই বাড়তি ছিল। তবে পরিবহন বন্ধ থাকায় সবজির সংকট হওয়ায় দাম আরও বেড়েছে।

শামসুল ইসলাম সারাবাংলাকে বলেন, ট্রাক বন্ধ থাকায় সবজির দাম তেমন একটা বাড়েনি। আগে থেকেই এবার সবজির দাম বাড়তি রয়েছে। বুলবুলের প্রভাব আগে থেকেই বাজারে ছিল।

কারওয়ানবাজারে বাজার করতে আসা বেসরকারি কর্মকর্তা ফরিদ উদ্দিন বলেন, সব ধরণের সবজির দামই বেড়েছে। এতে বাজার খরচে বড় প্রভাব পড়ছে।

এই বাজারে শাকের দামও কিছুটা বাড়তি রয়েছে। লাল শাক, পুঁইশাক, লাউ শাক, পালং শাক ৫ থেকে ২০ টাকা আটিতে বিক্রি হচ্ছে। জসিম নামের শাক বিক্রেতা সারাবাংলাকে বলেন, পাইকারি বাজারে শাকের দাম অনেক বেশি। বুলবুলের প্রভাবেও দাম বেড়েছিল। নতুন করে পরিবহন বন্ধ থাকায় আবার দাম বেড়েছে।

বিজ্ঞাপন

এদিকে, মহাখালীর বউবাজারে সিম ৬০ টাকা, বেগুন ৬০ টাকা, টমেটো ১০০ টাকা, পটল ৬০ টাকা, কড়লা ৮০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, বটবটি ১২০ টাকা ও পেঁপে ৩০ টাকা, গাজর ১০০টাকা, শশা ১২০, কাঁচামরিচ ৮০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে। এই বাজারের বিক্রেতা আমিনুল সারাবাংলাকে বলেন, খুচরা বাজারে কোনো কোনো সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। আবার কিছু সবজির দাম আগের মতোই আছে।

বউবাজারে বাজার করতে আসা গৃহিণী আমেনা খাতুন বলেন, পেঁয়াজের পর এখন সবজির দামও চড়া। এতে দিন দিন বাজার খরচ বেড়েই চলছে। কিন্তু আয়তো বাড়ছেনা।

সবজির বাজার

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর