পেঁয়াজের আরও ২ চালান আসছে রাতেই
২১ নভেম্বর ২০১৯ ২৩:৩০ | আপডেট: ২২ নভেম্বর ২০১৯ ০২:০৮
ঢাকা: রাতেই দেশে বিমানযোগে আসছে পেঁয়াজের আরও দুইটি চালান। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ১২টায় তুরস্ক থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ১০ মেট্রিক টন ও রাত ১টায় মিশর থেকে একটি বিশেষ ফ্লাইটে ১০২ মেট্রিক টন পেঁয়াজ দেশে আসার কথা রয়েছে।
বৃহস্পতিবার রাতে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন।
তিনি জানান, তুরস্ক থেকে ১০ মেট্রিক টন পেঁয়াজের চালানটির আমদানিকারক কামাল ট্রেডিং কোম্পানি। অন্যদিকে মিশর থেকে ১০২ মেট্রিক টন পেঁয়াজের আমদানিকারক এস আলম গ্রুপের প্রতিষ্ঠান সোনালী ট্রেডার্স। কাস্টম এরই মধ্যে চালান দু’টি খালাসে যাবতীয় কাজ সম্পন্ন করেছে।
এর আগে, গতকাল বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে আজারবাইজানের সিল্কওয়ে এয়ারলাইন্সের ৭এল৩০৮৬ বিমানযোগে পাকিস্তান থেকে ৮২ মেট্রিক টন পেঁয়াজ আসে দেশে। সাদ ইন্টারন্যাশনাল ওই চালানটি আমদানি করে। এছাড়া বুধবার দিবাগত মধ্যরাতে মিশর থেকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আরও সাড়ে ৪ মেট্রিক টন পেঁয়াজ আসে।
বাণিজ্য মন্ত্রণালয় এর আগে জানায়, বিমানযোগে এসব পেঁয়াজ আমদানি হলে দেশে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকা পেঁয়াজের বাজার কিছুটা স্থিতিশীল হবে।