Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার


২১ নভেম্বর ২০১৯ ২৩:০২ | আপডেট: ২১ নভেম্বর ২০১৯ ২৩:০৭

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলার জোর পুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে মো. জাহেদুল ইসলাম (৫৫) নামে এক শীর্ষ মাদক কারবারিকে ইয়াবাসহ গ্রেফতার করেছে র‌্যাব। জাহেদুল ইসলাম জেলার লৌহজং উপজেলার উত্তর হলদিয়া গ্রামের মো. ওয়াজেদ আলীর ছেলে। র‌্যাব-১১ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, বৃহস্পতিবার (২১ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর কমান্ডার মো. এনায়েত হোসেন মান্নানের নেতৃত্বে মুক্তারপুর এলাকার পূর্ণিমা পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবাসহ ওই কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও এক হাজার ৪০০ টাকা জব্দ করে র‍্যাব।

বিজ্ঞাপন

র‍্যাব আরও জানায়, জাহেদুল ইসলাম একজন শীর্ষ মাদক কারবারি। তার বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

ইয়াবা মুন্সিগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর