Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে সমকামী অপহরণকারী চক্রের ৩ সদস্য গ্রেফতার


২১ নভেম্বর ২০১৯ ২১:৫১ | আপডেট: ২২ নভেম্বর ২০১৯ ১০:০৫

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় অভিযান চালিয়ে সমকামী অপহরণকারী চক্রের তিন সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব-১১। আটককৃতরা হলেন- জসিমউদ্দিন, ইব্রাহীম ও মহিউদ্দিন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন জানান, দীর্ঘদিন গোয়েন্দা নজরদারির পর বুধবার রাতে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি ও ২টি চাপাতি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

তিনি জানান, তারা সমকামী গ্রুপের সক্রিয় সদস্য এবং ফেসবুকে বিভিন্ন ভুয়া আইডি ও সমকামী গ্রুপ খুলে বিভিন্ন রকম পোস্ট দিয়ে থাকে। এতে আকৃষ্ট হয়ে বিভিন্ন বয়সী নারী ও পুরুষরা সাড়া দিয়ে থাকেন। পরে তাদের নারায়ণগঞ্জে ডেকে এনে অস্ত্রের মুখে জিম্মি করে সুকৌশলে সর্বস্ব লুট করে পরিবারের কাছে বিকাশের মাধ্যমে টাকা আদায় করে চক্রটি। তবে ভুক্তভোগীরা লোক লজ্জায় আইনের আশ্রয় নেওয়া থেকে বিরত থাকে।

তিনি আরও জানান, এ গ্রুপের মূলহোতা সিদ্ধিরগঞ্জের সুফিয়ান। তাকে গ্রেফতারের জন্য র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

নারায়ণগঞ্জ সমকামী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর