Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিটনেস ইক্যুইপমেন্টের বদলে এল ‘সেক্স টয়’


২১ নভেম্বর ২০১৯ ২০:৫৭ | আপডেট: ২১ নভেম্বর ২০১৯ ২১:০৪

চট্টগ্রাম ব্যুরো: চীন থেকে আসা একটি আমদানি নিষিদ্ধ সেক্স টয় (যৌন খেলনা) জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে বৈদেশিক ডাক বিভাগে আসা এই খেলনাটি জব্দ করা হয়েছে।

চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার প্রণয় চাকমা সারাবাংলাকে জানান, মতিউর রহমান নামে কুমিল্লার এক ব্যক্তি চীন থেকে পাঁচ ডলার ব্যয়ে ফিটনেস ইক্যুইপমেন্ট আমদানির ঘোষণা দিয়েছিলেন। নির্ধারিত চালানে দেখা গেছে, ফিটনেস ইক্যুইপমেন্টের বদলে এসেছে সেক্স টয়।

কাস্টমস কর্মকর্তা প্রণয় বলেন, ‘বাংলাদেশের আমদানি নীতি অনুযায়ী সেক্স টয় আনা নিষিদ্ধ। বিশ্বের বিভিন্ন দেশে এর ব্যবহার থাকলেও বাংলাদেশে সচরাচর আসার নজির নেই। কাস্টমস আইন অনুযায়ী এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

চট্টগ্রাম কাস্টমস বৈদেশিক ডাক বিভাগ সেক্স টয়

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর