পরিবহন শ্রমিকদের দাবি বিবেচনা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
২১ নভেম্বর ২০১৯ ১৮:১০
ঢাকা: পরিবহন শ্রমিকদের ৯ দফা দাবি পর্যালোচনা করে কোনো ধারা সংশোধনযোগ্য হলে তা বিবেচনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, আইন মেনে চললেই সড়কে শৃঙ্খলা আসবে। পরিবহন শ্রমিক নেতাদের সাথে আলোচনা হয়েছে। তারা ধর্মঘট প্রত্যাহার করেছেন। তাদের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে ১২টায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে ট্রাফিক সচেতনতা পক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নতুন সড়ক আইনকে পরিবহন মালিক শ্রমিকরাও স্বাগত জানিয়েছে। তাদের কিছু ধারায় আপত্তি রয়েছে। আমরা সেগুলো দেখব। যেহেতু আইনটি হয়ে গেছে, এখন সবাইকে মানতে হবে।’
তিনি বলেন, ‘শ্রমিক নেতাদের দাবি ছিল, বিদ্যমান যে লাইসেন্স রয়েছে তা দিয়ে বিআরটিএ থেকে মূল লাইসেন্স না পাওয়া পর্যন্ত চালানোর সুযোগ দেওয়া। আমরাও ভেবেছি, তাদের লাইসেন্স পাওয়া পর্যন্ত একটু শিথিল হতে হবে। আগামী জুন পর্যন্ত লাইট লাইসেন্স দিয়েই তার গাড়ি চালাতে পারবে। তবে ভুয়া লাইসেন্স ব্যবহার করলে কোনো মাফ নেই।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘তাদের দাবি ছিল, একবার জরিমানা হওয়ার পর তা পরিশোধ না করায় অনেক টাকা হয়ে গেছে। সেই টাকা মওকুফ করা। আমরা কথা দিয়েছি, এ দাবির ব্যাপারে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীকে অবহিত করব। আর তিনিও বিষয়টি দেখতে চেয়েছেন।’
সবার উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সকলকে আইন মেনে চলতে হবে। আইনকে শ্রদ্ধা করতে হবে। ট্রাফিক পক্ষের উদ্দেশ্যই হচ্ছে, সবাই যাতে আইন মানে সে ব্যাপারে সচেতনতা তৈরি করা।’
আসাদুজ্জামান খাঁন কামাল টপ নিউজ পরিবহন শ্রমিকদের দাবি স্বরাষ্ট্রমন্ত্রী