Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কানাডায় ৩৬ সদস্যের মন্ত্রিসভার শপথ


২১ নভেম্বর ২০১৯ ১৭:৪৬ | আপডেট: ২১ নভেম্বর ২০১৯ ১৮:০৭

কানাডার নবনির্বাচিত প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার ৩৬ সদস্য বিশিষ্ট মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেছেন। বুধবার (২০ নভেম্বর) এই মন্ত্রিপরিষদ সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেন প্রধানমন্ত্রী ট্রুডো এবং তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন। খবর বিবিসি, ইউএনবি।

এই মন্ত্রীসভায় স্থান পেয়েছেন ক্রিশ্চিয়া ফ্রিল্যান্ডের মতো অভিজ্ঞতাসম্পন্ন সাবেক পররাষ্ট্রমন্ত্রী, তাকে বর্তমানে কানাডার অভ্যন্তরীন সম্পর্ক বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, চলতি বছরের অক্টোবরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জয়লাভ করে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসে জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি। কিন্তু ১৭০ আসনের শর্ত পেরিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয় দলটি।

শপথ গ্রহণ অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ক্রিশ্চিয়া ফ্রিল্যান্ডের ভূয়সী প্রশংসা করেন। এই সাবেক সাংবাদিক ও রাজনৈতিক নেতা কোটামুক্ত বাণিজ্য সুবিধা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দর কষাকষিতে কানাডার পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

কানাডা ক্রিশ্চিয়া ফ্রিল্যান্ড জাস্টিন ট্রুডো মন্ত্রীসভা শপথ গ্রহণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর