Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জার্মানির সাবেক প্রেসিডেন্টের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা


২১ নভেম্বর ২০১৯ ১৫:৪৬

একটি হাসপাতালে ভাষণ দেওয়ার সময় জার্মানির প্রয়াত প্রেসিডেন্ট রিচার্ড ফন ভাইৎসেকারের ছেলে ফ্রিটজ ফন ভাইৎসেকারকে (৫৯) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এই ঘটনায় আটক হয়েছেন একজন। ফ্রিটজ ফন ভাইৎসেকার পেশায় একজন চিকিৎসক। খবর বিবিসির।

স্থানীয় সময় মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বার্লিনে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।

পুলিশ জানিয়েছে, চেষ্টা সত্ত্বেও ফ্রিটজকে বাঁচানো যায়নি। তিনি ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনায় যাকে আটক করা হয়েছে তিনিও জার্মান।

হামলায় এক পুলিশ সদস্য আহত হলেও তিনি আশঙ্কামুক্ত রয়েছেন। হত্যার ঘটনায় তদন্ত হচ্ছে।

চিকিৎসক হিসেবে ফ্রিটজের বেশ ‍সুনাম রয়েছে। তিনি ফ্রাইবুর্গ, বোস্টন ও জুরিখে কাজ করবার পর ২০০৫ সালে বার্লিনের শ্লসপার্ক হাসপাতালে যোগ দেন।

তারা বাবা জার্মানির প্রয়াত প্রেসিডেন্ট রিচার্ড ফন ভাইৎসেকার ১৯৮৪ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি বার্লিনের মেয়র ছিলেন।

ছুরিকাঘাতে হত্যা জার্মানি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর