Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাদেশে ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করছে টিসিবি


২১ নভেম্বর ২০১৯ ১৩:৫৪

ঢাকা: ৪৫ টাকা মূল্যে ঢাকাসহ বিভাগ ও জেলা পর্যায়ে পেঁয়াজ বিক্রি কার্যক্রম জোরদার করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল লতিফ বকসী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিমানযোগে পাকিস্তান থেকে এলো ৮২ টন পেঁয়াজ

সংবাদ বিজ্ঞাপ্তিতে জানানো হয়, ঢাকাসহ সারা দেশে বিভাগ ও জেলা পার্যায়ে ৪৫ টাকা মূল্যে পেঁয়াজ বিক্রি জোরদার করেছে টিসিবি। ঢাকা শহরের ৫০ টি গুরুত্বপূর্ণ স্থানে ট্রাক সেলের মাধ্যমে এ পেঁয়াজ বিক্রি করা হচ্ছে।

সরকার বিশেষ উদ্যোগ নিয়ে আকাশ ও সমুদ্রপথে পর্যাপ্ত পেঁয়াজ আমদানি শুরু করেছে। এরইমধ্যে আকাশ ও সমুদ্র পথে পেঁয়াজের চালানগুলো দেশে পৌঁছতে শুরু করেছে। মিসর, তুরস্ক ও পাকিস্তান থেকে মূলত পেঁয়াজের এসব চালান আসছে। সরকার পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং ন্যায্য মূল্য নিশ্চিত করতে টিসিবি’র মাধ্যমে বিক্রির ব্যবস্থা করেছে।

কমতে শুরু করেছে পেঁয়াজের দাম

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাজারে পর্যাপ্ত পরিমাণে দেশি পেঁয়াজ (পাতাসহ) এসেছে। পেঁয়াজের মূল্যও দ্রুত গতিতে কমছে। এখন পেঁয়াজের সরবরাহ ও মুল্য স্বাভাবিক হচ্ছে।

টপ নিউজ টিসিবি টিসিবি’র ট্রাক পেঁয়াজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর