Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএমপির ট্রাফিক সচেতনতা পক্ষ শুরু


২১ নভেম্বর ২০১৯ ১৩:৩৭ | আপডেট: ২১ নভেম্বর ২০১৯ ১৩:৫৭

ঢাকা: ২১ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর ট্রাফিক সচেতনতামূলক পক্ষ পালন করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ১১ টার দিকে রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে ‘ট্রাফিক সচেতনতামূলক পক্ষ’ উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সড়ক পরিবহন আইন কার্যকর করা হয়েছে। তবে প্রথমেই সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে জনগণকে সচেতন করা হবে। এটাই সচেতন হওয়া শেষ সুযোগ। এর পরই আইনের কঠোর প্রয়োগ হবে।’

এর আগে ১২ নভেম্বর ডিএমপির ক্রাইম কনফারেন্সে জানানো হয়, সড়কের নতুন আইন প্রয়োগ করতে সময় নিতে চায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এই সময়ের মধ্যে নাগরিকদের আইন মেনে চলা ও সচেতন হওয়ার জন্য কাজ করতে চায় তারা। এরপরই নতুন আইন প্রয়োগে কঠোর হতে চায় ডিএমপির ট্রাফিক বিভাগ।

ট্রাফিক সচেতনতা পক্ষ ডিএমপি স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর