Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইটিভির সাবেক চেয়ারম্যান সালামের অর্থপাচার মামলা বাতিল 


২১ নভেম্বর ২০১৯ ১২:৫৫ | আপডেট: ২১ নভেম্বর ২০১৯ ১৪:৫৫

ঢাকা: একুশে টেলিভিশনের (ইটিভি) সাবেক চেয়ারম্যান আবদুস সালামের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা অর্থপাচারের মামলা বাতিল করে রায় দিয়েছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত জারি করা রুল ‘অ্যাবসুলেট’ করে বহস্পতিবার (২১ নভেম্বর) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

এর আগে গত ৭ নভেম্বর এ মামলায় জারি করা রুলের শুনানি শেষ করে রায়ের জন্য অপেক্ষমান (সিএভি) রাখেন আদালত। পরে আজ মামলাটির রায় দেওয়া হলো।

আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। আবদুস সালামের পক্ষে ছিলেন আইনজীবী শাহদীন মালিক।

২০১৫ সালের ১৩ এপ্রিল দুদকের উপ-পরিচালক সামছুল আলম বাদী হয়ে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন- সালামের ভাই আফতাবুল আলম ও ইটিভির সাবেক জ্যেষ্ঠ ব্যবস্থাপক ফজলুর রহমান শিকদার। আসামিদের বিরুদ্ধে বিরুদ্ধে পরস্পরের যোগসাজশে বৈদেশিক মুদ্রা ক্রয়, সংরক্ষণ ও পাচারের অভিযোগ আনা হয়েছিল।

অর্থপাচার আবদুস সালাম ইটিভি

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর