সাইফুজ্জামান শিখরকে ভারতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মাননা
২১ নভেম্বর ২০১৯ ১০:৫৯ | আপডেট: ২১ নভেম্বর ২০১৯ ১১:০১
ভারতের জয়পুরে ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (ইউইএম) এর সম্মাননা পেলেন তরুণ আওয়ামী লীগ নেতা সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
বুধবার (২১ নভেম্বর) সকালে রাজস্থানের রাজধানী জয়পুরে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এক অনুষ্ঠানে উপাচার্য বিশ্বজয় চ্যাটার্জি এ সম্মাননা তুলে দেন।
জয়পুরে ইউইএম ক্যাম্পাসে পৌঁছলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্বজয় চ্যাটার্জি ও ডিন অনিরুদ্ধ মুখার্জি ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাইফুজ্জামান শিখরকে। এসময় উপাচার্য বিশ্ববিদ্যালয়টির সার্বিক কার্যক্রম সম্পর্কে বিভিন্ন তথ্য তাকে জানান। উপাচার্য জানান, রাজস্থানের এক নম্বর বিশ্ববিদ্যালয় হবার গৌরব অর্জন করেছে ইউইএম।
এসময় সাইফুজ্জামান শিখর বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, দারিদ্র বিমোচন আর উন্নয়ন অগ্রযাত্রায় সমানতালে এগিয়ে চলছে প্রতিবেশী দুই দেশ।
বাংলাদেশের অগ্রগতির কথা জানিয়ে এই সংসদ সদস্য বলেন, ‘বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের উপর আস্থা রেখেছে বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আন্তর্জাতিক অঙ্গনে দেশ এখন উন্নয়নের রোল মডেল।’
উপস্থিত তরুণ প্রজন্মকে লেখাপড়ার পাশাপাশি গণমানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান শিখর।
আওয়ামী লীগের তরুণ এই নেতা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছাড়াও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সাবেক সহকারি একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।