Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিবহন ধর্মঘট স্থগিত


২১ নভেম্বর ২০১৯ ০৩:০৫ | আপডেট: ২১ নভেম্বর ২০১৯ ১১:২৩

ঢাকা: নতুন সড়ক পরিবহন আইন নিয়ে ডাকা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট স্থগিত করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে পণ্যবাহী ট্রাক-কাভার্ডভ্যান পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠকে বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত পৌনে ১টার দিকে এ সিদ্ধান্ত হয়। নয় দফা দাবি মেনে নেওয়ার আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আন্দোলনকারীরা নয় দফা দাবিতে যে কর্মবিরতি ঘোষণা করেছিলেন। আমরা বিষয়গুলো বিবেচনায় রেখেছি। তারা আজ আমাদের এখানে এসেছেন এবং নয় দফা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে৷ যে দাবিগুলো আমরা সঙ্গত মনে করেছি সেই দাবিগুলোর জন্য আমরা তাদেরকে সময় বেঁধে দিয়েছি৷’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘তাদের এক নাম্বার যে দাবি ছিল চালকদের লাইসেন্স সর্ম্পকে। আগামী ৩০ জুন পর্যন্ত চালকেরা যে লাইসেন্স দিয়ে রাস্তায় চলাফেরা করেছেন, সেটা দিয়েই চলাফেরা করতে পারবেন। তবে আগামী ৩০ জুন পর থেকে সঠিক লাইসেন্স ব্যবহার করতে হবে। যেমন লাইট লাইসেন্স দিয়ে তখন আর ভারি গাড়ি চালাতে পারবেন না। তাদের আরেকটা দাবি হচ্ছে ইতিমধ্যে যেসব মামলা খেয়েছে সেসব মামলার টাকা পরিশোধ না করায় ইতোমধ্যে চারগুণ হয়ে গিয়েছে। তাই সেগুলো যেন মওকুব করা হয় তাদের সে দাবি ও পুনর্বিবেচনা করা হবে। এই জন্য সড়ক ও সেতুমন্ত্রীকে বিষয়টি অবহিত করা হবে।’

মন্ত্রী বলেন, ‘দীর্ঘদিন যাবৎ তাদের ড্রাইভিং লাইসেন্সে একটা অসংগতি ছিল৷ আমরাও তাদের লাইসেন্সগুলো সঠিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দিতে পারছিলাম না৷ এই অবস্থায় এখন তারা যেই ইন্সট্রুমেন্ট দিয়ে গাড়ি চালাচ্ছেন সেই ইন্সট্রুমেন্ট দিয়েই আগামী ৩০ জুন পর্যন্ত গাড়ি চালাবেন৷ জুনের মধ্যে তারা বিআরটিএ’র মাধ্যমে তাদের গাড়ির লাইসেন্স ঠিক করে নেবেন৷’

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, তাদের দ্বিতীয় দাবি ছিল বিভিন্ন প্রকার গাড়ির কাগজপত্র হালনাগাদ করতে জরিমানা চার গুণ বৃদ্ধি পেয়েছে৷ তারা সময় মত তা পরিশোধ করতে পারেনি বলেই এই জরিমানাগুলো হয়েছে৷ এ বিষয়ে আমরা বলেছি মাননীয় যোগাযোগমন্ত্রী সেগুলো বিবেচনা করে পরীক্ষা-নিরীক্ষা করে মেনে নেবেন৷

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গাড়ির বিভিন্ন দৈর্ঘ্য-প্রস্থ নিয়েও বিভিন্ন কথা ছিল৷ সেগুলো আগামী জুনের মধ্যে বিআরটিএর চেয়ারম্যানের সঙ্গে বসে তারা গাড়ির স্পেসিফিকেশন অনুযায়ী ঠিক করে নেবেন৷

মন্ত্রী বলেন, শ্রমিকদের নয়টি দাবির মধ্যে তারা কিছু আইনের ধারা সংশোধনের জন্য বলেছেন৷ সেগুলো আমরা যোগাযোগ মন্ত্রীর কাছে সুপারিশসহ পাঠিয়ে দেবো৷ যাতে করে তিনি পরবর্তী পদক্ষেপ হিসেবে আইন মন্ত্রণালয়ে যেভাবে যেভাবে করা দরকার সেভাবে প্রক্রিয়ায় যেতে পারেন৷ সেটা উনি পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন৷ সেই আশ্বাস আমরা এখানে দিয়েছি৷

বৈঠক শেষে মালিক-পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের নেতারা সন্তুষ্ট উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি মনে করি এখন তারা সন্তুষ্ট হয়ে তাদের যে কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করেছে সেটা প্রত্যাহার করে নেবে এবং সেই প্রতিশ্রুতি তারা এখানে দিয়েছে৷’

এরপর বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক রুস্তম আলী খান বলেন, আমরা চার ঘণ্টা আলোচনা করেছি৷ আমাদের দাবিগুলো মেনে নেওয়া হয়েছে৷ আমরা কর্মবিরতি প্রত্যাহার করলাম৷

এর আগে বুধবার রাত সোয়া ৯টার পর নতুন সড়ক আইন সংশোধনসহ ৯ দফা দাবিতে কর্মবিরতিতে থাকা বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক সমিতির নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন।

মঙ্গলবার ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ স্থগিত ও সংশোধনসহ ৯ দফা দাবি আদায়ে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান, পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্যপরিষদ।

কর্মবিরতি প্রত্যাহার ধর্মঘট পরিবহন স্থগিত স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর