কাশ্মিরে ইন্টারনেট খুব দ্রুত চালু হবে: অমিত শাহ
২০ নভেম্বর ২০১৯ ২০:৫২ | আপডেট: ২০ নভেম্বর ২০১৯ ২০:৫৩
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, জম্মু ও কাশ্মিরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অতিদ্রুত সেখানে ইন্টারনেট সেবা চালু হবে। বুধবার (২০ নভেম্বর) রাজ্যসভায় দেওয়া ভাষণে এসব তথ্য জানান তিনি।
অমিত শাহ আরও দাবি করেন, ভারত-শাসিত কাশ্মিরের বিশেষ স্বায়ত্ত্বশাসন বাতিলের পর হতে পুলিশের গুলিতে কোনো কাশ্মিরির মৃত্যু হয়নি।
তিনি বলেন, এই হাউজের সবাই হয়ত ভাবছেন কাশ্মিরে রক্তগঙ্গা বইছে। কিন্তু আমি বলতে চাই কাশ্মিরে একজনও পুলিশের গুলিতে মারা যায়নি। এছাড়া পাথর ছোড়ার ঘটনা গত বছর ছিল ৮০২টি। যা কমে ৫৪৪টি হয়েছে।
ইন্টারনেট চালুর বিষয়ে কাশ্মিরের স্থানীয় প্রশাসন সিদ্ধান্ত জানাবে বলে মন্তব্য করেন অমিত শাহ।
তিনি বলেন, কাশ্মিরে পাকিস্তানের কর্মকাণ্ড এখনো বজায় আছে। তাই নিরাপত্তার কথা ভেবে স্থানীয় প্রশাসন যখন সিদ্ধান্ত নেবে তখন কাশ্মিরে ইন্টারনেট সেবা পুনরায় চালু হবে।