Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একবছরেও লবণের কোনো ঘাটতি হবে না: শিল্পমন্ত্রী


২০ নভেম্বর ২০১৯ ১৮:৪৫ | আপডেট: ২০ নভেম্বর ২০১৯ ১৯:১৮

ঢাকা: আগামী একবছরেও দেশে লবণের কোনো ঘাটতি হবে না বলে জানিয়েছন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

তিনি বলেন, গত মৌসুমে ১৬ লাখ ৫৭ হাজার মেট্রিক টন জাতীয় চাহিদার বিপরীতে ১৮ লাখ ২৪ হাজার মেট্রিক টন লবণ উৎপাদিত হয়েছে। লবণ মিল ও চাষি পর্যায়ে ৬ লাখ ১১ হাজার মেট্রিক টন লবণ মজুত রয়েছে। দেশে বর্তমানে ছয় মাসের চাহিদার পরিমাণ লবণ মজুত রয়েছে। পর্যাপ্ত মজুতের ফলে শুধু ছয় মাস নয়, আগামী একবছরেও লবণের কোনো ঘাটতি হবে না।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২০ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ডিজিটাল ওয়েজ সামিটের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন শিল্পমন্ত্রী। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এসময় উপস্থিত ছিলেন।

শিল্পমন্ত্রী বলেন, দেশে মোট লবণ মিলের সংখ্যা ২৭০। এর মধ্যে বর্তমানে ২২২টি মিল চালু রয়েছে। চালু মিলগুলোর প্রতিদিনের উৎপাদন ক্ষমতা ৩৫ হাজার ৫২০ মেট্রিক টন। আর সারাদেশে ভোজ্য লবণের দৈনিক চাহিদা ২ হাজার ৪৫৪ মেট্রিক টন। ভোক্তা পর্যায়ে চাহিদা কম থাকায় মিলগুলো উৎপাদন কমিয়ে দৈনিক ৩ হাজার মেট্রিক টন লবণ উৎপাদন করছে।

মন্ত্রী আরও বলেন, মঙ্গলবার মিলগুলো থেকে বাজারে মোট ৩ হাজার ২০০ মেট্রিকটন লবণ সরবরাহ করা হয়েছে। নতুন মৌসুমে উৎপাদিত লবণও এরই মধ্যে বাজারে আসতে শুরু করেছে।

আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালাচ্ছে। পদ্মাসেতু, রামু, ভোলা ও নাসিরনগরের ঘটনা, যানবাহন ও নিরাপদ সড়ক আন্দোলন ইত্যাদি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে এ ধরনের মিথ্যা ষড়যন্ত্রমূলক অপপ্রচার চলছে। ওপেন ডাটা অ্যানালাইসিসের মাধ্যমে এরই মধ্যে এসব জঘন্য অপরাধের সঙ্গে জড়িত দেশি-বিদেশি চক্রকে শনাক্ত করা হয়েছে। দেশবিরোধী এসব সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন মন্ত্রী।

বিজ্ঞাপন

লবণ লবণের ঘাটতি শিল্পমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর