রাজধানী সুপার মার্কেটে আগুন, প্রতি মুহূর্তের আপডেট
২০ নভেম্বর ২০১৯ ১৮:১৭ | আপডেট: ২০ নভেম্বর ২০১৯ ২১:১৩
রাজধানীর টিকাটুলির রাজধানী সুপার মার্কেটে আগুন লেগেছে। বুধবার (২০ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে আগুনের সূত্রপাত। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার পলাশ চন্দ্র মোদক সারাবাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে আগুন তীব্রতা।
সারাবাংলায় জানুন প্রতি মুহূর্তের আপডেট:
সন্ধ্যা ৬টা ৩৫ মিনিট: দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
সন্ধ্যা ৬টা ২০: গোটা মার্কেট ধোঁয়ায় আচ্ছন্ন। আশপাশের এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সিটি করপোরেশন মার্কেটের তিনদিক থেকে পানি সরবরাহ করছে। যেহেতু মার্কেটটি টিনশেড, তাই তিনদিক থেকে তিনটি ক্রেনে উঠে ফায়ার সার্ভিস কর্মীরা মার্কেটের মাঝ বরাবর পানি ছিটাচ্ছেন।
সন্ধ্যা ৬টা ১৫: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট।
সন্ধ্যা ৬টা ০৫: মার্কেটের আশপাশের উৎসুক জনতাকে সরিয়ে দিতে কাজ করছে পুলিশ, র্যাব, আনসার।
সন্ধ্যা ৬টা: ফায়ার সার্ভিসের সদস্যরা মার্কেটের দোতলায় যেখানে আগুন লেগেছে সেখানে পানি ছুঁড়ছেন। কিন্তু আগুনের কাছে পৌঁছতে পারছেন না।
বিকেল ৫টা ৪৫: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ২২টি ইউনিট।
বিকেল ৫টা ৩০: আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ১১টি ইউনিট।
আরও পুড়ন: রাজধানী সুপার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ২৫ ইউনিট