Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলি স্থলবন্দরে স্বাভাবিক আমদানি-রফতানি কার্যক্রম


২০ নভেম্বর ২০১৯ ১৬:৪১

হিলি (দিনাজপুর): নতুন সড়ক পরিবহন আইন কার্যকরের পরে সারাদেশে চলছে পরিবহন ধর্মঘট। পরিবহন শ্রমিকরা আইন সংশোধনের দাবিতে কর্মবিরতি পালন করছেন। তবে স্বাভাবিক রয়েছে হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম।

বুধবার (২০ নভেম্বর) সকাল থেকে দুই দেশের পণ্য পরিবহন স্বাভাবিক রয়েছে। তবে হিলি উপজেলা থেকে বন্ধ রয়েছে দূর পাল্লার যান চলাচল। ট্রাক-লরি চালকরাও কর্মবিরতি পালন করছেন।

হিলি

হিলি স্থলবন্দর ট্রাক ড্রাইভার ইউনিয়নের সভাপতি হামিদুর রহমান জানান, আমরা কেন্দ্র থেকে কোনো নির্দেশনা পাইনি। যেহেতু সারাদেশে পরিবহন ধর্মঘট চলছে, তাই আমরাও গাড়ি বাহিরে পাঠাচ্ছি না। শুধু বন্দরের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।

হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) সোহরাব হোসেন প্রতাব মল্লিক জানান, পরিবহন ধর্মঘট চললেও হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি স্বাভাবিক রয়েছে। আমরা পানামার ভেতর থেকে পণ্য ছাড় করছি। আমরা প্রস্তুত রয়েছি, ব্যবসায়ীরা চাইলেই বন্দর থেকে পণ্য খালাস করে নিতে পারবেন।

আমদানি রফতানি হিলি বন্দর

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর